শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সন্ধায় হাসপাতাল সড়ক এলাকায় জাতীয় পার্টি অস্থায়ী কার্যালয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুস সালাম মেম্বারের সভাপতিত্বে ও জাপা উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুখলিছ মিয়া পরিচালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের দুই সহস্রাধিক নেতা-কর্মীদের উপস্থিতিতে সভায় বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক আলী হোসেন, ব্রাহ্মণডুরা ইউনিয়ন জাপা সভাপতি মোঃ আছকির মিয়া, নুরপুর ইউনিয়ন জাপা সভাপতি আব্দুল হাসিম মেম্বার, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন জাপা সভাপতি মোঃ আলী মিয়া, সহ-সভাপতি আয়াত আলী, ব্রাহ্মণডুরা ইউনিয়ন জাপা সেক্রেটারি জীবন মিয়া, নুরপুর ইউনিয়ন জাপা সেক্রেটারি এমরান তালুকদার, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন জাপা সেক্রেটারি মোঃ বিলাত আলী, উপজেলা যুব সংহতি সেক্রেটারি মোঃ শাহাব উদ্দিন, জাপা নেতা এখলাছ মিয়া, সারাজ মিয়া, আব্দুল করিম, ইছাক মিয়া, জাহাঙ্গীর মিয়া, সিরাজ মিয়া, নুহ মিয়া, মকসুদ আলী, আব্বাস আলী, চন্দু মিয়া, ফরিদ মিয়া, ইকবাল মিয়া, বাবুল মিয়া, আব্দুল আউয়াল প্রমুখ। সভা শেষে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জাপা নেতা মাওলানা মোঃ সবুজ মুন্সী।