
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৬নং রাজিউড়া ইউনিয়ন ভূমি অফিস রাজিউড়ায় পুনঃস্থাপনের দাবীতে স্মারকলিপি দিয়েছেন ইউনিয়নবাসী। গতকাল সোমবার ৫ শতাধিক লোকের সাক্ষরিত একটি স্মারকলিপি হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে দাখিল করা হয়।
আবেদন সূত্রে জানা যায়- সদর উপজেলার ৬নং রাজিউড়া ইউনিয়নের ৪২টি গ্রামের প্রায় ১৭ হাজার ভোটারের ১৫/১৬টি মৌজা নিয়ে রাজিউড়া ইউনিয়ন ভূমি অফিস গঠিত। এই ভূমি অফিসে ইউনিয়নবাসী তাদের ভূমি সেবা, ভূমি উন্নয়ন কর, নামজারী, নামখারিজ সহ যাবতীয় কার্যাদি সম্পাদন করে আসছিলেন। এ অবস্থায় ফ্যাসিবাদী আওয়ামী লীগের তৎকালিন এমপি আবু জাহির দলীয় প্রভাব খাটিয়ে ২০২৩ সালে রাজিউড়া ইউনিয়ন ভূমি অফিসের অনেকগুলো মৌজা তার নিজ গ্রামস্থ ১নং লুকড়া ইউনিয়নের ভূমি অফিসে সংযুক্ত করেন এবং অবশিষ্ট মৌজা শায়েস্তাগঞ্জ উপজেলার ৭নং নুরপুর ইউনিয়ন ভূমি অফিসে সংযুক্ত করেন। ফলে রাজিউড়া ইউনিয়নের ভূ-সম্পত্তির মালিকগণ খাজনা, নামজারী, নামখারিজ এবং ভূমি সংক্রান্ত যে কোন প্রয়োজনে সেবা নিতে প্রায় ২০ কি: মি: পায়ে হেটে লুকড়া ভূমি অফিসে যেতে হয়। এতে ভুক্তভোগীদের অর্থ ও সময় নষ্ট হচ্ছে। তাই বৈষম্যমূলক আচরণ থেকে মুক্তিদান পূর্বক পূর্বের ন্যায় রাজিউড়া ইউনিয়ন ভূমি অফিস রাজিউড়া ইউনিয়নের উচাইল বাজার কিংবা সাধুর বাজারে স্থাপনের দাবী জানান ইউনিয়নবাসী। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের নিকট দাবী জানানো হয়।
জেলা প্রশাসকের কাছে আবেদনপত্রটি দাখিলকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সিনিয়র সহ-সভাপতি আজম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মতিউর রহমান সানু, রাজিউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ উসমান গনি, সিনিয়র সহ-সভাপতি হেলাল মিয়া, আজিজুল ইসলাম আক্কাস, রাসেল মিয়া, বেনু মিয়া, জিল্লুর রহমান, তাহির মিয়া, আক্তার মিয়া প্রমূখ।