স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার সিএনজি স্টেশনে চাঁদাবাজির অভিযোগে তাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। গত রবিবার রাত ৮টার দিকে শাহজীবাজার সেনাবাহিনী ক্যাম্পের একদল সেনা সদস্য অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক তাজুল ইসলাম ফতেহপুর গ্রামের মৃত দিয়ারিশ মিয়ার পুত্র।
জানা যায়, দীর্ঘদিন ধরে তাজুল ইসলাম এলাকার প্রভাব খাটিয়ে সিএনজি স্টেশনে চাঁদাবাজি করে আসছেন। তাছাড়া তিনি সিএনজি স্টেশনের লাইনম্যান ছিলেন বলে জানা গেছে। আটকের পর তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com