স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে সাংবাদিকের বাসা থেকে মোটর সাইকেল চুরির ৩ ঘণ্টার মধ্যে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিনের চেষ্টায় উদ্ধার করা হয়েছে। এমন একটি কার্যকর উদ্যোগ নেয়ায় সাংবাদিক ও শহরবাসী ওসিকে সাধুবাদ জানিয়েছেন।
জানা যায়- গত রবিবার রাতে দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সাংবাদিক তানভীর আহমেদ কাজ শেষে শহরের উত্তর শ্যামলী নিজ বাসায় মোটর সাইকেল রেখে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময়ে চোরেরা বাসার কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে তার ব্যবহৃত মোটর সাইকেলটি নিয়ে যায়। চুরির বিষয়টি আঁচ করতে পেরে তানভীর আহমেদ সদর থানার ওসিকে তা অবগত করলে ওসির নির্দেশে পুলিশের একটি টিম মোটর সাইকেল উদ্ধারে অভিযানে নামে। পুলিশের ধাওয়া খেয়ে চোরেরা মোটর সাইকেলটি মাছুলিয়া এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক হারুনুর রশীদ চৌধুরীর সাথে যোগাযোগ করে নিশ্চিত হয় উদ্ধারকৃত মোটর সাইকেলটি তানভীরের। পরে এসআই প্রদীপ সরকার ও সাইফুল ঘটনাস্থলে গিয়ে মোটর সাইকেলটি এনে থানা হেফাজতে রাখেন। গতকাল সোমবার দুপুরে জেলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি জুয়েল চৌধুরী ও তানভীর আহমেদ থানায় গিয়ে মোটর সাইকেলটি নিয়ে আসেন।