স্টাফ রিপোর্টার ॥ সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে উপজেলা জাপার সভাপতি কাজল আহমেদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক এসএম লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাপার সহ-সভাপতি আব্দুল মুক্তাদির চৌধুরী অপু, জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য তৌহিদুল ইসলাম তৌহিদ, গাজী মিসবাহ উদ্দিন, জালাল উদ্দিন আহমেদ, আবু তালেব, আবেদ খান, ফরিদ মিয়া, চৌধুরী গোলাম কিবরিয়া রিপন, নুর মিয়া, শাহাব উদ্দিন আখঞ্জী, ইউসুফ আলী, হেলাল আহমেদ, রায়হান উদ্দিন আহমেদ, নূরুল হক, দিলীপ চন্দ্র বর্মণ, আরজু মিয়া, অশেষ দাস, কামরুল মিয়া, নজরুল ইসলাম মাস্টার, রাহীম আহমেদ, বাহুবল উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি ফরিদ মিয়া, আব্দুস সালাম, রিচি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রইছ আলী মেম্বার, সাধারণ সম্পাদক রুস্তম আলী মুহিত মিয়া, এম এ হান্নান, বাবু দত্ত প্রমূখ। সভায় বক্তাগণ বলেন- পল্লীবন্ধু এরশাদের জন্ম না হলে এদেশের উন্নয়ন হতা না। এদেশের উন্নয়নের তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এদেশের মানুষ আজীবন তার নাম স্মরণ রাখবে। শেষে এরশাদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।