স্টাফ রিপোর্টার ॥ বাড়ি ভাড়া হিসেবে কম খরচ হওয়ায় সরকারি মাধ্যমে হজ করতে যাওয়া প্রায় পাঁচ হাজার জনকে আট কোটি ২৮ লাখেরও বেশি টাকা ফেরত দেবে সরকার। এ বিষয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘সরকারি মাধ্যমের চার হাজার ৯৭৮ জন হাজীকে আমরা সর্বমোট আট কোটি ২৮ লক্ষ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত প্রদান করব।’
রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা খালিদ হোসেন।
প্রধান উপদেষ্টার আন্তরিক সহযোগিতা ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনার কারণে এবার কোনো হজযাত্রীকে এয়ারপোর্টের কাঁদতে হয়নি বলে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘কোনো হজযাত্রী যেন হজে যাওয়া থেকে বঞ্চিত না হয়, এবার সেদিকে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে। প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ নির্দেশনা পেয়ে, কোনো হজ এজেন্সির ওপরে একক নির্ভরতা না রেখে, মন্ত্রণালয় থেকেই সমস্ত দায়িত্ব নিয়ে প্রায় ৮৭ হাজার হজযাত্রীর সবাইকে সুষ্ঠুভাবে হজ করিয়ে ফেরত নিয়ে আসা হয়েছে। মহান আল্লাহ তায়ালার রহমতে সবাই পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন।’
উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানান, হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নেই, হাজীদের সেবা করাই সরকারের একমাত্র ব্রত। তিনি বলেন, ‘সৌদি আরবে যাওয়ার পরও প্রধান উপদেষ্টা নিয়মিত আমাদের খোঁজখবর রেখেছেন। তিনি হজের কার্যক্রমের বিষয়ে জানতে চেয়েছেন।’
ধর্ম উপদেষ্টা বলেন, ‘বরাবরই প্রধান উপদেষ্টার একটাই নির্দেশনা ছিল, যাতে কোনো হজযাত্রী ভোগান্তির শিকার না হয়, কষ্ট না পায়। নির্দেশনা মতো, আমরা সেভাবেই কাজ করে গেছি এবং সফলতা পেয়েছি, আলহামদুলিল্লাহ।’