জুবায়ের আহমেদ, বাহুবল থেকে ॥ বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের কল্যাণপুর চকসুখচর এলাকায় কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হাসান খাঁন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া গ্রামের সাবেক মেম্বার আশ্বব উদ্দিন খাঁনের ছেলে। গতকাল রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হাসান খাঁন মোটরসাইকেলে করে বাহুবল আসছিলেন। কল্যাণপুর চকসুখচর এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তার সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং হাসান খাঁন ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। এদিকে দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। খবর পেয়ে পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রতন লালের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। তারা মোটরসাইকেলটি উদ্ধার করলেও কাভার্ড ভ্যানটির কোনো সন্ধান মেলেনি বলে জানান।