স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নতুন স্টেডিয়াম এলাকায় দুই কলেজছাত্রকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে একদল ছিনতাইকারী। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, সুলতান মাহমুদপুর এলাকার সাদেক মিয়ার পুত্র কলেজছাত্র সাব্বির হোসেন ও সাদেকুজ্জামানের পুত্র সামাদ মিয়া প্রাইভেট পড়া শেষে বাসায় ফেরার পথে শনিবার দুপুরে উল্লেখিত স্থানে পৌঁছলে একদল ছিনতাইকারী তাদের ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল রবিবার রাতে আইনজীবী সহকারি সাদেক মিয়া বাদী হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেন।
সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, অভিযোগ পেয়েছি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com