স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ ও অলিপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আগামী ১৫ জুলাই সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে থানা পুলিশসহ যৌথবাহিনী উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।
জানা যায়, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের নতুন ব্রিজ, অলিপুর, সুতাংসহ বিভিন্ন এলাকায় মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে। যে কারণে যানজট সৃষ্টিসহ দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি ওই সব প্রতিষ্ঠানে রয়েছে অবৈধ বিদ্যুৎ সংযোগ। ফলে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। ইতোপূর্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও পূনরায় অবৈধ দখলদাররা আবারো অবৈধ স্থাপনা গড়ে তুলে। পাশাপাশি এসব স্থাপনা থেকে তারা নিয়মিত ভাড়া আদায় করছে। বিষয়টি নজরে এলে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন ও হাইওয়ে পুলিশ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com