
শীঘ্রই হবিগঞ্জ শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা হবে
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের যানজট নিরসনে অবৈধ টমটম আটক অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। সোমবার হবিগঞ্জ পৌরসভার একটি টিম অবৈধ টমটম আটক করতে রাস্তায় নামে। প্রথম দিনেই বেশ কয়েকটি লাইসেন্সবিহীন টমটম আটক করা হয়। পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন যানজটের কারণে শহরবাসীর ভোগান্তি লাঘবে হবিগঞ্জ পৌরসভা অবৈধ টমটম আটকের এই অভিযান অব্যাহত রাখবে।
এদিকে শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে শীঘ্রই অভিযান পরিচালনা করবে হবিগঞ্জ পৌরসভা। এ ব্যাপারে জনগণের অবগতির জন্য পৌরসভা সারা শহরে মাইকিং করে। মাইকিংয়ের ঘোষণায় বলা হয় সম্প্রতি হবিগঞ্জ শহরের রাস্তার পাশে, ড্রেনের উপর ও সরকারী ভূমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সকল প্রকার অবৈধ স্থাপনা নিজ নিজ দায়িত্বে সরিয়ে ফেলার জন্য বলা হয় ওই ঘোষণাতে। শীঘ্রই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করবে হবিগঞ্জ পৌরসভা। সাথে সাথে অবৈধ দখলকার ও অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানানো হয়।