স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ২ মাসব্যাপী বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম। যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফয়েজ আহম্মদ’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হারুন মিয়া, প্রশিক্ষণার্থী ইমন খাঁন প্রমূখ। পরে ফিতা কেটে অতিথিরা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।