চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের পাইকপাড়া ইউনিয়নের জসিম ও তার সহযোগী মিস্টু মিয়ার নেতৃত্বে অবৈধ বালু পাচার হচ্ছে। রাতের আঁধারে অবৈধভাবে বালু পাচারের সময় বালু ভর্তি ট্রাক্টর ডিবি পুলিশের হাতে আটক হয়েছে। গত রবিবার দিবাগত রাতে হলহলিয়া মাঠে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বালু ভর্তি ট্রাক্টর আটক করে হয়। অভিযান আঁচ করতে পেরে গাড়ী চালক কাঠালবাড়ীর সিরাজ মিয়ার পুত্র খয়ের মিয়া পালিয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, বদরগাজী গ্রামের আইয়ুব আলীর পুত্র জসিম ও তার সহযোগী কাঠালবাড়ী গ্রামের কাচন মিয়ার পুত্র মিস্টু মিয়ার নেতৃত্বে দীর্ঘদিন ধরে বদরগাজী ও আশাপাশের ছড়া ও নদী থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে লাখ লাখ টাকার বালু উত্তোলন করে পাচার করা হচ্ছে। রাতের আঁধারে ট্রাক ও ট্রাক্টর দিয়ে বালু পাচার করায় স্থানীয় প্রশাসন তাদের পাকড়াও করতে পারছে না। অবশেষে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বালু ভর্তি ট্রাক্টর আটক করেছে। এলাকাবাসীর অবিলম্বে অবৈধ বালু ব্যবসায়ী জসিম সহ তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com