স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা উত্তরপাড়া মসজিদের নামকরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, ওই গ্রামের আভাব মিয়া ও সালেহ আহমেদের মধ্যে মসজিদের নামকরণ নিয়ে বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।