স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ডে বসবাসরত শায়েস্তাগঞ্জবাসীর প্রাণের সংগঠন শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে এর পক্ষ থেকে সমিতির আওতাধীন এলাকার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উল্লেখিত সংখ্যাক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারি শিক্ষক ও ম্যানেজিং কমিটির কাছে সিলিং ফ্যান বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি আব্দুল আহাদ সুমনের সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গাজীউর রহমান গাজী, সংগঠনের উপদেষ্টা মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, মুফতি মাওলানা আব্দুল হাসিম, মাওলানা মঈনুল ইসলাম চৌধুরী, জাহির উদ্দিন চৌধুরী, শামীম চৌধুরী, সৈয়দ নুরুল আলম। পরে ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে দুইটি করে সিলিং ফ্যান প্রদান করা হয়।
প্রসঙ্গত, শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে দীর্ঘদিন যাবত এলাকায় সমাজ উন্নয়নে ভূমিকা রাখছে। ভবিষ্যতেও যেনো মানুষের পাশে থাকে সংগঠনটি এই প্রত্যাশা ব্যক্ত করেন আগত অতিথিবৃন্দ।