
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামী লীগের এমপিদের মত নির্লজ্জের মত পালাতে হয় এমন রাজনীতি যেন বাংলাদেশে আর ফিরে না আসে। আওয়ামীলীগের অপকর্মের কারণে জনবিচ্ছিন্ন হয়েছে। আওয়ামীলীগের এই পরিণতি থেকে শিক্ষা নিতে হবে। রাজনীতি হবে মানুষের কল্যাণে, রাজনীতি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য।
তিনি শুক্রবার বিকালে সাধুর বাজারে হবিগঞ্জ সদর উপজেলার ৬নং রাজিউড়া ইউনিয়ন বিএনপির জনসভায় এসব কথা বলেন। গণতন্ত্রকে নতুনভাবে নস্যাৎ করার আওয়ামী ষড়যন্ত্রের প্রতিবাদে এই জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় জি কে গউছ আরও বলেন- আওয়ামীলীগ নতুন করে আবারও দুষ্টামী শুরু করেছে। চোরে শোনে না ধর্মের কাহিনী। আওয়ামীলীগ চায় না বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। জোর করে ছলচাতুরী করে আওয়ামীলীগ ক্ষমতায় ছিল। বিরোধীদলের নেতাকর্মীদের আইন শৃংখলা বাহিনী দিয়ে অপদস্ত করেছে, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করিয়ে জেলে পাঠিয়েছে, হয়রানী করেছে। আমরা সেই দিন ধৈর্য্য ধরেছি। কিন্তু শেখ হাসিনা নির্লজ্জের মত দেশ ছেড়ে পালিয়েছে। এটাই তার অপকর্মের পরিণাম।
তিনি বলেন- আওয়ামীলীগের এমপি যারা ছিল তাদের লজ্জা থাকা উচিৎ। জনগণ দ্বারা নিজ বাড়িতে অবরুদ্ধ ছিল। পুলিশ পারে নাই, র্যাব পারে নাই, সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করেছে। কারণ তারা জনগণের সম্পদ চুরি করেছে, জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে।
রাজিউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ শেখ ওসমান গণির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, জালাল আহমেদ, সফিকুর রহমান সিতু প্রমুখ।