স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের পাশের গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-মেয়েকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্রে জানা যায়- শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে মাধবপুর সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ নোয়াপাড়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী রিয়া বেগম (৩৮) ও তার মেয়ে মোছাঃ বকুল বেগমকে (১৭) গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৬৮ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাদেরকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই লাল মিয়া’র কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।