নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাটে জালিয়াতির আশ্রয় নিয়ে দলিল সৃজন করে নামজারির আবেদনের মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাত করার অভিযোগে মোঃ আব্দুল কাদির (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চুনারুঘাট উপজেলার পশ্চিম পাকুরিয়া গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে। শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মোঃ নুর আলম জানান- গ্রেপ্তারকৃত আসামীকে দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে উপজেলার মিরাশী ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ সেলিম মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে মোঃ আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য দুই আসামী মোঃ মুখলেছ মিয়া ও মোছাঃ করিমুন্নেছাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
মামলার বিবরণে জানা যায়- ১নং আসামী ২ ও ৩নং আসামীর প্ররোচনায় জাল-জালিয়াতির মাধ্যমে দলিলপত্র সৃষ্টি করে। ১নং খাস খতিয়ানের এসএ দাগ নং ১৪৭ এবং আরএস দাগ নং ১৯৩, শ্রেণি এসএ লায়েক অঙ্গল, আরএস বাড়ী রকম সরকারি সম্পত্তি আত্মসাত করার জন্য নামজারি আবেদন দাখিল করেন। আবেদনে তিনি প্রতারণার আশ্রয় নিয়ে মোহরকৃত দলিল সৃজন করে ১.৫১ একর ভূমি দাবী করেন। আবেদনের সাথে দাখিলকৃত কাগজপত্রের সাথে রেকর্ডপত্র পর্যালোচনায় অসংগতি পরিলক্ষিত হয়। কিন্তু রেকর্ডপত্র ও সংশ্লিষ্ট স্থায়ী বন্দোবস্ত নথি পর্যালোচনায় দেখা যায় ২ ও ৩নং আসামীগণের নামে ০.৫১ একর জেলা প্রশাসক কর্তৃক নথি অনুমোদনক্রমে বন্দোবস্ত প্রদান করা হয়। উক্ত দাখিলীয় কাগজপত্র আসামীগণ পরস্পর যোগসাজসে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করেছেন মর্মে প্রমাণিত হওয়ায় নামজারি আবেদন সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক নামঞ্জুর করা হয়।
ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ সেলিম মিয়া বলেন- ২৪ এপ্রিল সকাল ১০ টায় গ্রেফতারকৃত আব্দুল কাদির দাখিলীয় দলিলপত্র সঠিক বলে নামজারি নামঞ্জুর করার কারণ জিজ্ঞাসাবাদ করে আমাকে নানা ভাবে হুমকি ধামকি প্রদান ও অশালীন আচরণ করেন।