স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের ঐতিহ্যবাহী রেলওয়ে গুদাম জামে মসজিদে ফ্যান ছাড়া দীর্ঘ ৭ বছর ধরে নামাজ আদায় করছেন মুসল্লিরা। ফ্যান না থাকায় প্রচন্ড গরমে মুসল্লিরা চরম দুর্ভোগের শিকার হন। অনেকেই অভিযোগ করেন, মসজিদ পরিচালনা কমিটির কোন্দলের কারণে ২০১৮ সালে তারাবিহ নামাজের সময় দুই পক্ষের মাঝে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর পর মসজিদের ফ্যানগুলো খুলে নেয়া হয়। এর পর থেকে ওই মসজিদে আর ফ্যান লাগানো হয়নি। দীর্ঘ ৭ বছর ধরে মুসল্লিরা গরমে কষ্টভোগ করে মসজিদে নামাজ আদায় করে আসছেন। কিন্তু তার পরও মসজিদে ফ্যান লাগাতে কেউ উদ্যোগ নেয়নি। গতকাল শুক্রবার জুম্মার নামাজও প্রচন্ড গরমে ফ্যান ছাড়া আদায় করেন মুসল্লিরা। এ বিষয়ে মুসল্লিরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com