‘পিতার দাবি অপহরণ’ মেয়ে বলছে ভালবেসে বিয়ে করেছি
স্টাফ রিপোর্টার ॥ মেয়েকে অপহরণ করা হয়েছে মর্মে অভিযোগ এনে প্রেমিক স্বামী, স্বামীর বাবা-মা, ভাই, চাচাসহ ৭ জনকে আসামি করে মামলা করেছেন পিতা ইব্রাহিম। এ মামলায় প্রেমিক স্বামী রাজু মিয়ার দুই চাচাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। তবে পিতার অভিযোগ অস্বীকার করে ইমা আক্তার বলছে, আমি প্রাপ্তবয়স্ক হিসেবে ভালবেসে রাজু মিয়াকে বিয়ে করেছি। ইমার অভিযোগ, তাকে অন্যত্র বিয়ে দিতে না পেরে বাবা-ভাই তার স্বামীর পিছনে লেগেছেন। এতে স্বামী বা শশুর-শ্বাশুড়ির কোন ক্ষতি হলে তার বাবা-ভাই দায়ী থাকবেন বলে ইমা আক্তার জানান।
শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম শাসন অক্তাপড়া গ্রামের ইব্রাহিম মিয়ার কন্যা ইমা আক্তার। এ সময় ইমা আক্তার জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি দেখিয়ে বলে তার জন্ম তারিখ ১৫-০৬-২০০৬ ইংরেজি।
জন্ম নিবন্ধন অনুযায়ী প্রাপ্ত বয়স্ক হিসেবে সে রাজুকে প্রচলিত আইনে ও শরিয়ত সম্মতভাবে এভিডেভিট করে কাবিনমূলে বিয়ে করেছেন বলে ইমার দাবি। কিন্তু তার পিতা বয়স পনের দেখিয়ে তার স্বামী একই ইউনিয়নের পশ্চিম পাত্রিকুল তেপরা গ্রামের রাজু মিয়া, শ^শুর বিল্লাল মিয়াসহ ৭ জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেছেন।
ইমা বলছেন, তার পিতা চেয়েছিলেন তাকে অন্যত্র বিয়ে দিতে। কিন্তু পছন্দের রাজু ছাড়া অন্যত্র বিয়েতে রাজি না হওয়ায় তার পিতা ইব্রাহিম ক্ষুব্ধ হয়ে শ্রীমঙ্গল থানায় অপহরণ মামলা করেছেন। ইমা আক্তার এ মামলা প্রত্যাহারের জন্য তার পিতার প্রতি অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, গত ২৫ মার্চ হবিগঞ্জ নোটারী পাবলিকের মাধ্যমে এভিডেভিট করে রাজু মিয়া ও ইমা আক্তার। এভিডেভিট নং-১০০৭। পরে তারা ৬নং রাজিউড়া ইউনিয়নের কাজী মাওলানা আব্দুল কাইয়ুমের মাধ্যমে কাবিনমূলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বর্তমানে ইমা আক্তার সন্তান সম্ভবা বলে জানায়।