
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাদিকুর রহমান সাদিক ও মেম্বার জুনেদ মিয়ার বিরুদ্ধে সরকারি কালভার্ট নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের জেলা প্রশাসক ও বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ইকরাম গ্রামের কাউছার মিয়া নামে এক যুবক লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন- ২০২৩-২০২৪ ও ২০২৪- ২০২৫ অর্থ বছরে সরকার সুজাতপুর ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের অনুমোদন দেয়। ইকরাম বাজারের ঘাটলা সংস্কার, লোকমান মিয়ার বাড়ির পাশে কালভার্ট নির্মাণ, রাম বাবুর বাড়ির কাছে কালভার্ট নির্মাণ ও সড়কে মাটি ভরাট, আজিজুল মিয়ার বাড়ির দক্ষিণের সড়ক থেকে মনু মিয়ার বাড়ি পর্যন্ত মাটি ভরাট। উক্ত কাজগুলো নামমাত্র করে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে মেম্বার ও চেয়ারম্যান যৌথভাবে সরকারি বরাদ্দের টাকা আত্মসাত করেন। এছাড়া আক্কল মেম্বারের বাড়ি থেকে বড় বাড়ির সামনের কড়ই গাছতলা পর্যন্ত ইট সলিং করা ছিল। উক্ত ইটগুলোও চেয়ারম্যান এবং মেম্বার কামলা দিয়ে রাতের আঁধারে তাদের বাড়িতে উঠিয়ে নিয়ে যায়। যার ক্ষতির পরিমাণ ২ লাখ ২০ হাজার টাকা। মেম্বার ও চেয়ারম্যান আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অবৈধভাবে কাজ করে বিল উত্তোলন করেন। শুধু তাই নয়, তারা দুইজন সম্মিলিত ভাবে অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান কাউছার মিয়া।