স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ-যুবলীগের ৪ জনকে আটক করা হয়েছে। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদর মডেল থানার ওসি একেএম সাহাবুদ্দিন শাহীনের নির্দেশে সদর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হলেন, আওয়ামী লীগ কর্মী বদরুল আলম (৪২), ছাত্রলীগ কর্মী তোফায়েল (২৫) ও যুবলীগ কর্মী আরজু মিয়া (৩৫) সহ আরেকজন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। ওসি জানান, অভিযান নিয়মিত চলবে।