
স্টাফ রিপোর্টার ॥ মোঃ আব্দুল্লাহ বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রায় ৪০ বছর বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসর প্রাক্কালীন ছুটিতে (পিআরএল) গমন করেছেন। তিনি কর্মজীবনে ১২টি কর্মস্থলে কাজ করেছেন। ইমামবাড়ী শাখায় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন শেষে হবিগঞ্জ মূখ্য আঞ্চলিক কার্য্যালয় থেকে অবসরে যান তিনি। দীর্ঘদিন ট্রেড ইউনিয়নের নেতৃত্ব দিয়ে পরবর্তীতে ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে ৫ বার দায়িত্ব পালন করেন। মোঃ আব্দুল্লাহ ব্যাংকিং সেক্টর ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। কৃষি ব্যাংক কর্তৃপক্ষ তার অবসরগ্রহণ উপলক্ষে এক আড়ম্বরপূর্ণ বিদায় সম্বর্ধনার আয়োজন করে। এতে হবিগঞ্জ জেলার বিভিন্ন ব্যাংক শাখার ম্যানেজার ও অফিসারগণ উপস্থিত ছিলেন। বিদায় অনুষ্ঠানে বক্তাগণ বিদায়ী অতিথি মোঃ আব্দুল্লাহ’র কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে তার অবসরজীবনে সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।