যুক্তরাষ্ট্রের টিবিএন২৪ নিউজ নেটওয়ার্কের প্রেসিডেন্ট ও সিইও, বিশিষ্ঠ উদ্যোক্তা ও শিক্ষানুরাগী আহমদুল কবির বারভূইঁয়াকে সম্মাননা প্রদান করেছে জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজ শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদ। ২২ এপ্রিল বিকেল ৫ টায় স্কুল প্রাঙ্গনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের আহবায়ক ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। শেখ ওসমান গণি রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক ও সাজ সজ্জা উপ-কমিটির আহবায়ক মানবাধিকারকর্মী জি কে মওলা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শাহ মোঃ আবুল হাসান, সহকারি প্রধান শিক্ষক মোঃ মোসাব্বির হোসেন, বাডস কেজি এন্ড হাইস্কুলের অধ্যক্ষ নূর উদ্দিন জাহাঙ্গীর, স্কুলের প্রাক্তন ছাত্র যায়েদুর রহমান সৌরভ, আবু নাছের মোঃ সামি প্রমূখ।
অনুষ্ঠানে হবিগঞ্জের কৃতি সন্তান আহমদুল কবির বারভূইঁয়া বলেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা আইসিটিতে দক্ষতা বাড়াতে হবে। গেম কোডিং এ দক্ষতা অর্জন করে একজন শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি মাসে প্রচুর আয় করতে পারে। তিনি গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজ শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সফল ও ঝাঁকঝমকপূর্ণ অনুষ্ঠানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে স্কুলের অগ্রগতিতে পাশে থাকার আশ্বাস দেন।
জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজ শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বিশেষ সহায়তা ও উদ্যোক্তা হিসেবে তথ্য প্রযুক্তি খাতে সফলতার জন্য আহমদুল কবির বারভূইঁয়াকে উদযাপন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।