
আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ কৃষকের ফলানো সোনালি বোরো ধান দ্রুত ঘরে তুলতে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করেছেন। এ বছর মাধবপুরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের ফসলের মাঠে এখন ধান আর ধান। কৃষকের ফলানো কষ্টের ধান ঘরে তুলতে পারলেই সকলের শান্তি। সেদিক বিবেচনা করে মাধবপুর উপজেলায় নির্বিঘেœ বোরো ধান কর্তনের লক্ষ্যে কম্বাইন হারভেস্টার দ্বারা ধান কাটার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিক ধান কর্তন অনুষ্ঠান ও কম্বাইন হারভেস্টার মালিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম ও উপজেলা কৃষি অফিসার সজিব সরকার।
কৃষকরা জানান, সরকার কৃষকদের সুবিধার্থে ভর্তুকি মূল্যে ধান কাটার আধুনিক মেশিন বিতরণ করেছেন। তবে কৃষকরা সেই সুবিধা পেতে অনেক সমস্যা হয়। উপজেলা নিঁর্বাহী অফিসার মেশিন মালিকদের নিয়ে সভা করায় কৃষকরা দ্রুƒত ধান কাটতে পারবে।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এ বছর বোরো মৌসুমে ১২ হাজার ১০০ হেক্টর জমিতে ৪৫ হাজার ৭৩৮ মে. টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। উপস্থিত উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, আগামী ৩০ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ চলমান থাকবে। কৃষকরা মনপ্রতি ১ হাজার ৪৪০ টাকা দরে খাদ্য গুদামে ধান দিতে পারবেন।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম জানান, কৃষকরা যাতে দ্রুততম সময়ের মধ্যে ধান কাটতে পারে সেজন্য হারভেস্টার মালিকদের সাথে সভা করা হয়েছে। কৃষকদের পাশে থেকে ধান কাটতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত উপজেলা প্রশাসন।