সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় হবিগঞ্জ শহরের পিটিআই চত্ত্বর। হাঁটু পানি হয়ে পড়ে পিটিআই সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ। কয়েকদিন আগে হওয়া বৃষ্টির পানিতে এখনো (বুধবারের ছবি) ডুবে আছে বিদ্যালয়ের সম্মূখভাগ। কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য কর্তৃপক্ষ পানির উপর ব্রেঞ্চ দিয়ে সাঁকো তৈরি করে দিয়েছেন। শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ঝুঁকি নিয়ে এই ব্রেঞ্চের উপর দিয়ে স্কুলে যাওয়া-আসা করছেন, তাদের মধ্যে আতঙ্ক কাজ করে কখন জানি ব্রেঞ্চ উল্টে তারা পানিতে পড়ে লজ্জাকর পরিস্থিতির শিকার হন!