স্টাফ রিপোর্টার ॥ অপারেশন ডেভিল হান্টের অভিযানে সদর মডেল থানা পুলিশ লোকড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আরজু মিয়া বাচ্চুকে (৪৫) গ্রেফতার করেছে। বুধবার (২৩ এপ্রিল) রাত ৮টায় সদর মডেল থানার ওসি একেএম সাহাবুদ্দিন শাহীনের নির্দেশে এসআই আওলাদ হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
একটি সূত্র জানায়, বাচ্চু বর্তমানে সদর উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি। আজ বৃহস্পতিবার বাচ্চু মিয়াকে কোর্টে সোপর্দ করা হবে বলে জানান ওসি একেএম সাহাবুদ্দিন শাহীন।