স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত নাইন মার্ডার মামলায় সাবেক এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েলকে প্রধান আসামি করে ৮২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বানিয়াচং আমল আদালতে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার মন্দরী গ্রামের মৃত কিম্মত আলীর পুত্র সুমন মিয়া বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। যার নং-সিআর ১৯০/২৫। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য বানিয়াচং থানায় প্রেরণ করেন। মামলার আসামিরা হলেন, সাবেক এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, মন্দরী ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, মক্রমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির রেজা, বর্তমান চেয়ারম্যান আহাদ মিয়া, বানিয়াচং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, লন্ডন প্রবাসী শাহনেওয়াজ চৌধুরী, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, সাবেক চেয়ারম্যান হায়দারুজ্জামান ধন মিয়া, হবিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর পান্না শীলসহ ৮২ জন।
মামলায় উল্লেখ করা হয়- গত ৫ আগস্ট বানিয়াচংয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা নির্বিচারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে। এতে ৯ জন নিহত হয়। এতে বাদীসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় ইতোপূর্বে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাবেক এমপি মজিদ খানসহ বেশ কয়েকজন কারাগারে রয়েছেন।