
অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ছাত্রলীগ কর্মীকে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর রিচি ইউনিয়নের জালালাবাদ গ্রাম থেকে ভিক্ষুকের কিশোরী কন্যাকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল হাই সাগর (২০) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। তবে এখনও উদ্ধার হয়নি অপহৃত কিশোরী।
জানা যায়, জালালাবাদ গ্রামের মৃত ইসমাইল মিয়ার স্ত্রী ও অপহৃত কিশোরীর মা ফুলবানু ভিক্ষা করে সংসার চালান এবং তার কন্যাকে মাদ্রাসায় পড়ালেখা করান। সাগর পূর্ব পরিচিত হওয়ায় গত ২৯ মার্চ ফুলবানু বাড়ি না থাকার সুযোগে সাগর তাদের বাড়িতে এসে যাকাতের টাকা দিবে বলে মোবাইল নম্বর নেয়। পরে সে ওই নম্বরে টাকা পাঠায়। গত ১৮ এপ্রিল সকালে সাগর তার এক বন্ধুকে নিয়ে ফুলবানুর বাড়িতে এসে কৌশলে ফুলবানুর কিশোরী কন্যাকে অপহরণ করে নিয়ে যায়। ফুলবানু শহরে ভিক্ষা করে বাড়ি ফিরে গিয়ে দেখেন ঘরে তার কন্যা নেই এবং মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে খোঁজেও তার কোনো হদিস পাওয়া যায়নি। অবশেষে তিনি থানায় অভিযোগ দিলে ওসি সাহাবুদ্দিন শাহীন অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করেন।