
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ দেয়া হয়েছে সাংবাদিক মুরাদ আহমদকে। গত ২২ এপ্রিল জাতীয় পার্টির মহাসচিব কাজী মোঃ মামুনুর রশিদ সাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- উক্ত পদে দায়িত্ব পালনকালীন সময়ে অতীতের ন্যায় সংগঠনকে গতিশীল করতে তিনি আরো সক্রিয় ভূমিকা পালন করবেন।
সাংবাদিক মুরাদ আহমদ তাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ দেয়ায় পার্টির চেয়ারম্যান পল্লীমাতা বেগম রওশন এরশাদ ও মহাসচিব কাজী মামুনুর রশীদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।
মুরাদ আহমদ ছাত্র জীবন থেকেই জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজ এর নবীগঞ্জ উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতির দায়িত্ব পালনসহ নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদকসহ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সর্বশেষ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে সাংগঠনিক দ্বায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘ ৩০ বছর ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত। এছাড়াও তিনি দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর পল্লীমাতা বেগম রওশন এরশাদ এর নেতৃত্বে দলীয় কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রেখে অদ্যাবধি সাংগঠনিক কার্যক্রম পালন করে আসছেন তিনি।
মুরাদ আহমদ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম মুহাম্মদ ইমতিয়াজ মাস্টারের ছেলে।
মুরাদ আহমদ উপজেলার বাউসা ইউনিয়নের চান্দপুর গ্রামের কৃতি সন্তান সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরব প্রয়াত উপাচার্য্য প্রফেসর হাবিবুর রহমান ও বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোরুর রহমান আনোয়ারের ভাগনা।