স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের সুনামপুর গ্রামে কৃষক আন্নর আলী হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতারকৃত ৩ আসামির রিমান্ডের আবেদন করা হয়েছে। অপরদিকে তাদের নিয়োজিত আইনজীবী জামিন আবেদন করেছেন। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-৪ আদালতে এ আবেদন করা হয়। পলাতক আসামিদের ধরতে ও রহস্য উদঘাটনের জন্য পুলিশ তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে। অপরদিকে আসামীপক্ষের নিয়োজিত আইনজীবীগণ আসামীদের নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানী শেষে আগামী ২৭ এপ্রিল আসামির উপস্থিতিতে বিজ্ঞ আদালত শুনানীর তারিখ ধার্য্য করেন।
জানা যায়, সুনামপুর গ্রামের আরজত মিয়ার সাথে হাওরে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের আব্দুর রশিদের বিরোধ চলে আসছে। এর জের ধরে ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত টেঁটাবিদ্ধ আন্নর আলী (৫০) মারা যান। এ ঘটনায় নিহতের পুত্র দেলোয়ার হোসেন বাদি হয়ে ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com