স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার হালুয়াপাড়া শিউলিয়া ব্রীজের কাছে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ তানভীর মিয়া (২০) ও নরসিংদী জেলার রায়পুর উপজেলার বীরগাঁও গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোঃ জিহাদ (১৯)। শনিবার দুপুরে থানার এএসআই আতিকুর রহমান ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান- এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।