
নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের চুনারুঘাটে বাঁশ কাটার জের ধরে কাপড় ব্যবসায়ী আব্দুল হাইকে (৬০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আব্দুল হাই জারুলিয়া গ্রামের আব্দুল ছাত্তারের পুত্র। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে গাজীপুর ইউয়িনের ডুলনা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল হাই জারুলিয়া বাজারে কাপড়ের ব্যবসায়ী। প্রায় ১৫ বছর আগে তাঁর মামা শ্বশুর আঃ আওয়ালের কাছ থেকে ৫২ শতক জমি ক্রয় করে সেখানে বাঁশ রোপণ করেন। রোপণকৃত বাঁশের জায়গায় নিজেদের মালিকানা দাবি করে আসছিলেন আব্দুল আওয়ালের সৎ ভাই সহ অন্যান্যরা। পরবর্তীতে ওই জায়গা বুঝিয়ে দেওয়া নিয়ে দু’পক্ষের মাঝে বিরোধ দেখা দিলে দীর্ঘদিন সালিশ বিচারের পর শনিবার দুপুরে আব্দুল হাই সেখানে বাঁশ কাটতে যান। ডুলনায় যাওয়ার পর মোতাব্বির হোসেন (৩৪), কাপ্তান মিয়া (৩৮) সহ কয়েকজন বাঁধা দেন। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে আব্দুল হাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনা স্থলেই আব্দুল হাই মারা যান।
এ বিষয়ে গাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, তাদের দু’পক্ষের মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। আজ বাঁশ কাটা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। তিনি হত্যাকান্ডের সুষ্টু বিচার দাবি করেন।
নিহতের ছোট ভাই আব্দুল হেকিম বলেন, আমার ভাইকে নিরীহ পেয়ে তারা নিশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি নুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে । এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে। জড়িতদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে।