
বিএনপির মতবিনিময় সভায় জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু যারা গত ১৬টি বছর শেখ হাসিনাকে সহযোগীতা করেছে তারা পালিয়ে যায়নি। তারা বিভিন্ন ভাবে দল পাল্টিয়েছে, খোলস পাল্টিয়েছে। আমাদের ছত্রছায়ায় তারা আবারও নিজেদেরকে সামনে আনতে চায়। কিন্তু বিএনপির কেউ চায় না যারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছে তারা আমাদের ধারে কাছে আসুক। তিনি গতকাল শনিবার বিকেলে লাখাই উপজেলা বিএনপি, ৬টি ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় জি কে গউছ আরও বলেন- বাংলাদেশের মানুষ গত ১৭টি বছর ধরে ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করার জন্য। যাদের শ্রমে ঘামে বিএনপি এই পর্যায়ে এসেছে তাদেরকে দূরে ঠেলে দেয়ার সুযোগ নেই। আমাকে দিয়ে কোনো অন্যায় করানো যাবে না। লাখাই’র মাটিতে বিএনপির কোনো আজাদ সৃষ্টি হবে না।
তিনি বলেন- বর্তমান সময়ের সবচেয়ে বিচক্ষণ এবং দুরদৃষ্টি সম্পন্ন যোগ্য নেতা হচ্ছেন তারেক রহমান। যারা বিএনপি করছেন তারা কেউ তারেক রহমানের দৃষ্টির বাহিরে না। তাই কোনো অন্যায় অপরাধের সাথে বিএনপির কোনো নেতাকর্মী জড়াতে পারবে না।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ ফরিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।