
আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ক্ষমান্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এর কারণ হিসেবে সাধারণ মানুষ মনে করেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের পরিকল্পিত দিক নির্দেশনায় মাধবপুর থানার ওসি ফাঁড়ি পুলিশ ও সমাজের সকল পেশার লোকজনদের নিয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, আত্মহত্যার প্ররোচনা, সাইবার অপরাধ, সড়ক দুর্ঘটনা, কিশোর অপরাধ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনসহ নানা বিষয়ে বৈঠক করে যাচ্ছেন। এর ফলে সাধারণ মানুষ অপরাধ থেকে বিরত থাকছে।
চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, মাধবপুরের বড় সমস্যা হচ্ছে মাদক। মাদক নিয়ন্ত্রণে বিজিবি, পুলিশ, র্যাব সহ দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। নাগরিক সমাজ পাড়া মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব। সম্প্রতি হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে মাধবপুর থানা পুলিশ বিভিন্ন পাড়া মহল্লায় মাদকের বিরুদ্ধে উঠান বৈঠকের কারণে আইনের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ বেড়েছে। অপরাধের প্রতি ঘৃনার ভাব সৃষ্টি হয়েছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে।
শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন, ভৌগলিক প্রক্রিয়ায় মাধবপুর উপজেলা ভারত সীমান্ত ঘেষা। এ কারণে এ উপজেলায় মাদকের প্রভাব রয়েছে। তবে পুলিশ সীমান্ত ইউনিয়নে মাদক সহ সব অপরাধ নিয়ন্ত্রণে বৈঠকের কারণে এর ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। মাধবপুরের মানুষ চিরাচরিতভাবে শান্তিপ্রিয় সংস্কৃতিমনা। এখন পুলিশের সাথে বৈঠকের কারণে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। পুলিশের কাজে মানুষের সহযোগীতা বেড়েছে। এতে পুলিশ যে কোন ঘটনা নিয়ন্ত্রণ করতে পারছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার আন্দিউরা ইউনিয়নের মিরনগর ও বিকেলে পৌরসভার শিবপুর-গুমটিয়া রোডে উঠান বৈঠকের আয়োজন করা হয়। মাধবপুর থানার ওসি মো: আব্দুল্লাহ্ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে অপরাধী ও মাদক পাচারকারীদের প্রতিহত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।