স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। সদর থানার নবাগত ওসি একেএম সাহাবুদ্দিন শাহীনের নির্দেশে অবৈধ মোটর সাইকেল ও যানবাহনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল শনিবার (১৯ এপ্রিল) সদর থানা পুলিশ শহরের শায়েস্তানগর, থানার মোড়, বেবিস্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে উক্ত অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথম দিনে মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালক ও মালিকদের সতর্ক করা হয়।
ওসি একেএম সাহাবুদ্দিন শাহীন জানান, এই অভিযান নিয়মিত চলবে।