আক্তার হোসেন আলহাদী \ ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নিষ্ঠুর ধ্বংসযজ্ঞ ও হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়ে বানিয়াচংয়ের আলেম-ওলামা ও সর্বস্তরের তৌহিদী ছাত্রজনতা সংহতি ও বিক্ষোভ সমাবেশ পালন করেন। ফিলিস্তিনি যুবকের আহ্বানে আয়োজিত ‘নো ওয়ার্ক, নো স্কুল’ ও বিশ্বব্যাপী হরতাল কর্মসূচি সফল করার জন্য সারাদেশে একযোগে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে সংহতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচি অনুযায়ী (৭ এপ্রিল সোমবার) বিকাল ৫টায় আল্লামা আব্দুল বাছিত আজাদ এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আলেম-ওলামা ও সর্বস্তরের তৌহিদী ছাত্রজনতা সহ বিভিন্ন শ্রেণিপেশার ধর্মপ্রাণ মানুষ দারুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণ হতে মিছিল বের করে বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় ফিলিস্তিনি যুবকের আহ্বানে আয়োজিত কর্মসূচির সংহতি প্রকাশ করে গাজা ও রাফায় ইসরাইল কর্তৃক নিষ্ঠুর এই গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া তৌহিদী জনতা বিভিন্ন স্লোগান দেন।
এ সময় বক্তারা বলেন, অচিরেই আমরা তোমাদের লড়াইয়ে শামিল হবো। গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হিসাবে ‘নো ওয়ার্ক, নো স্কুল’- এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তাগণ আরো বলেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তিগুলো ফিলিস্তিনকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। সেখানে ছোট ছোট শিশুসহ নির্বিচারে গণহত্যা করা হচ্ছে। বোমা হামলায় রক্ত ঝরছে নিরীহ মানুষের। আমরা ইসরায়েলের বর্বরতা ও তাদের সহযোগী সাম্রাজ্যবাদী শক্তির প্রতি তীব্র নিন্দা জানাই।
বক্তারা আরো বলেন, বাংলাদেশে ইসরায়েলি সকল পণ্য নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশে ইসরায়েলি পাসপোর্ট নিষিদ্ধ করতে হবে। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।