স্টাফ রিপোর্টার \ ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলী বর্বরোচিত হামলা ও মুসলিম নিধনের প্রতিবাদে হবিগঞ্জের আদালতের কার্যক্রম বর্জনের ঘোষণা দেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল সোমবারের আদালত কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। গুরুত্বপূর্ণ কিছু মামলা সোমবার দুপুর ২টার পর সীমিত আকারে শুনানী হয়। আইনজীবীরা গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। এসময় তারা সারা দেশে ইসরাইলী পণ্য বর্জন ও মুসলিম বিশ্বকে একযোগে ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহবান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com