
ডেস্ক রিপোর্ট \ ইসরাইলের প্রতিষ্ঠান দাবি করে সিলেটে কেএফসি রেস্টুরেন্ট ও জুতা বিক্রয় প্রতিষ্ঠান বাটায় ভাংচুর করেছে স্থানীয় জনতা। সোমবার (৭ এপ্রিল) দুপুরের পর থেকে ফিলিস্তিনে ইসরায়েলি নির্যাতনের প্রতিবাদে বের করা বিভিন্ন মিছিল থেকে জড়ো হয়ে বিক্ষুব্ধ লোকজন নগরীর মিরবক্সটুলায় কেএফসির শাখায় ভাংচুর চালায়। বিক্ষোভকারীদের অভিযোগ, কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় বিক্রি করা হচ্ছে।
এর আগে মহানগরের বিভিন্ন জায়গা থেকে দলে দলে এসে চৌহাট্টায় জড়ো হতে থাকেন মিছিলকারীরা। ভাংচুরের বেশ পরে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখা গেছে।
এ ছাড়া নগরীর জিন্দাবাজার, আম্বরখানাসহ বিভিন্ন মোড়ে বাটার শোরুমে বিকেল পর্যন্ত ভাংচুর চালাতে দেখা গেছে মিছিলকারীদের। বিকেল ৪টার দিকে দারগাগেইট এলাকা ও বিকেল ৫টার দিকে জিন্দাবাজার এলাকায় অবস্থিত বাটার শোরুমেও ভাংচুরের ঘটনা ঘটে।
বিক্ষোভকারীদের অভিযোগ, নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যাকারী ইসরায়েলি কোনো প্রতিষ্ঠানের ঠাঁই হবে না এ দেশে। এই কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় বিক্রি করা হচ্ছে। এ ছাড়া বাংলাদেশের মাটিতে ইসরায়েলি প্রতিষ্ঠান বাটার শোরুম থাকবে এটি মেনে নেওয়া যায় না। ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি জনতা প্রস্তুত রয়েছে। চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।