আরাধন সভাপতি রাজ্জাক সম্পাদক
স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ আইনজীবী সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আরাধন দাশ ২শ’ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল মালেক ৭৯ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে আব্দুল হামিদ ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিজানুর রহমান আঙ্গুর পেয়েছেন ৯৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক ২৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল হান্নান পেয়েছেন ৪২ ভোট। ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবী সহকারি সমিতির প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ২৯৪। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জ্যোতিষ ভট্টাচার্য্য মানিক। প্রিসাইডিং অফিসার ছিলেন আব্দুল মান্নান, পোলিং অফিসার ছিলেন অমৃত দাশ ও কাজী বুলবুল।