স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কবির কলেজের সামনের বাইপাস সড়কে দুর্বৃত্তরা একটি প্রাইভেট কারে হামলা চালিয়েছে। দুর্বৃত্তরা প্রাইভেট কারের লুকিং গ্লাস, সাইড গ্লাস, সামনের পিছনের হেড লাইট ভাংচুর করে। গত ৪ এপ্রিল রাতের বেলায় দুইবার দুর্বৃত্তরা প্রাইভেট কারে হামলা করে। এসময় কারে থাকা গাড়ির মালিক ও চালক আহমেদ রবিনকে টেনে হেচড়ে বের করার চেষ্টা করে। তাৎক্ষণিক বিষয়টি সেনাবাহিনীর একজন অফিসারের সাথে যোগাযোগ করে সহযোগিতা চাওয়া হলে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এরই মধ্যে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহমেদ রবিন এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দাখিল করেছেন। আহমেদ রবিন জানান- তার বাবা একজন ইউপি চেয়ারম্যান, তাদের পারিবারিক ব্যবসা বাণিজ্য রয়েছে। প্রাইভেট কারে তার ভাই, ভাবী ও শিশু বয়সী দুই ভাতিজা ভাতিজি ছিল। দুর্বৃত্তদের হামলায় শিশুরা আতংকগ্রস্ত হয়ে পড়ে। নির্বাচন সংক্রান্ত বিরোধ কিংবা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাড়াটে সন্ত্রাসী দ্বারা এমন হামলা হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।