জুবায়ের আহমেদ, বাহুবল থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার পানিউমন্দা ইউনিয়নের বড়চরে ট্রাক ও পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাহুবলের দুই যুবক মারা গেছে। নিহতরা হলেন- ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর চা বাগানের দীলিপ চাষার ছেলে ভ্যানচালক ময়না চাষা (৩০) ও বাহুবল সদর ইউনিয়নের কসবা করিমপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে খোকন মিয়া (২২)।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১১টার দিকে বড়চর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ভ্যান চালক ময়না চাষা (৩০) ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় খোকন মিয়া (২২) সহ কয়েকজনকে উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় খোকন মিয়া মারা যায়। গতকাল সন্ধ্যায় খোকন মিয়ার মৃত্যুর খবর শুনে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।