স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদ বসুন্ধরা সংসদের বিজয় দিবস মোটরসাইকেল কাপ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে নাতিরাবাদ মাঠে সেমিফাইনাল খেলায় অংশ নেয় আয়ান টেক চুনারুঘাট এবং দুলানগর অরিয়র দল। দুলানগরকে হারিয়ে ফাইনালে উঠে আয়ান টেক চুনারুঘাট দল। খেলায় প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক ভিপি ফারুক আহমেদ। সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন শিপনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান, ফখরুল ইসলাম বাবুল, প্রকৌশলী আব্দুল কদ্দুস শামীম, ফয়সল আহমেদ, সিরাজুল ইসলাম মনফর, আব্দুল কাদির কাওসার, মিহির দাস, সামায়ুন কবির চৌধুরী, লিটন চৌধুরী, হাসান আল মামুন, নাজমুল ইসলাম, পলাশ সূত্রধর প্রমূখ। খেলায় মোট ৪০টি দল অংশ নেয়। আগামী ১২ ফেব্রুয়ারি রাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় অংশ নেবে টি স্কোয়াড নাতিরাবাদ এবং আয়ান টেক চুনারুঘাট দল।