চুনারুঘাটে যানজট নিরসনে কঠোর নির্দেশনা
নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় যানজট নিরসনকল্পে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া, ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট শাহজিবাজার আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: আনোরুল ইসলাম, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুর আলম। সভায় জানানো হয়, সড়কের উপর ফুটপাতে অবৈধ স্থাপনা থাকবে না। সিএনজি চালিত অটোরিক্সা, মিশুক, টমটম বাজারের বাহিরে অবস্থান করবে। মানুষ ও মালামাল উঠানো ও নামানো ছাড়া অটোরিক্সা, টমটম, মিশুক বাজারের ভেতর অবস্থান করতে পারবে না। প্রত্যেক দোকানদার ও মার্কেট মালিক তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অটোরিক্সাসহ অন্যান্য যানবাহন দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পিকআপ ও কাভার্ডভ্যানসহ বড় গাড়ী সকাল ছয়টা থেতে রাত দশটা পর্যন্ত বাজারের ভেতর প্রবেশ করতে পারবে না। যাবতীয় লোড আনলোড রাত ১০টা হতে সকাল ৮টার মধ্যে সম্পন্ন করতে হবে। বিনাপ্রয়োজনে রাত বারোটার পর চলাচল করা যাবে না বাজার ও রাস্তায়। লাইসেন্স ছাড়া অটোরিক্সা, মিশুক, টমটম পৌরসভা ইউনিয়নে চলাচল করতে পারবে না। ত্রিপাল ছাড়া চলাচল করতে পারবে না কোন বালুবাহী ট্রাক। জরুরি সেবা (ফার্মেসি, হোটেল, হাসপাতাল, ক্লিনিক) ব্যতীত অন্যান্য দোকানপাট রাত ১২টার পর বন্ধ থাকবে। মোটরসাইকেল লাইসেন্স, হ্যালমেট ব্যতীত ও দুই জনের অধিক চলাচল করা যাবে না।