![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2025/02/003-Parul-Bala-Dash.jpg)
প্রশাসক প্রভাংশু সোম মহান ও পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের শোক
হবিগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও শায়েস্তাগঞ্জ পৌরসভার বর্তমান প্রশাসনিক কর্মকর্তা পারুল বালা দাস পরলোকগমন করেছেন। সোমবার সকালে শ্বাসকষ্ট জনিত কারণে তাকে অসুস্থ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। পরে সিলেট যাওয়ার পথে বেলা ১১ টায় তিনি ইহলোক ত্যাগ করেন। বেলা সাড়ে ১২ টায় তার মরদেহ দীর্ঘদিনের কর্মক্ষেত্র হবিগঞ্জ পৌরসভায় নিয়ে আসা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
পারুল বালা দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান। এছাড়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মহিবুর রহমান দুলন ও মোঃ ফরিদ মিয়া। বিকেল ৪ টায় হবিগঞ্জ পৌরসভার পৌর পরিষদের মাসিক সভায় পারুল বালা দাসের মৃত্যুতে শোক প্রকাশ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য, পারুল বালা দাস দীর্ঘদিন হবিগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় এক বছর আগে তিনি শায়েস্তাগঞ্জ পৌরসভায় একই পদে বদলী হন। প্রায় দুই মাস আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট মাউন্ড এডোরা হাসপাতালে চিকিৎসা নেন। বিজ্ঞপ্তি