![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2025/02/012-1.jpg)
জুবায়ের আহমেদ, বাহুবল থেকে ॥ বাহুবলের দৌলতপুর গ্রামের আলোচিত তাজুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মাসুক মিয়াকে র্যাব পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে বাহুবলের সীমান্তবর্তী লস্করপুর এলাকা থেকে র্যাব এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মাসুক মিয়া (৩৫) দৌলতপুর গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা বাহুবল মডেল থানার এসআই সনত দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে লস্করপুর এলাকায় র্যাব পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৯ অক্টোবর বুধবার উপজেলার ৭নং ভাদেশর ইউনিয়নের দৌলতপুর গ্রামে কবরস্থানে জোরপূর্বক ঘাস কাটা ও গরু ছাগল চড়ানো নিয়ে প্রতিপক্ষের ফিকলের আঘাতে তাজুল ইসলাম (৪২) নিহত হয়। এ ঘটনায় তাজুল ইসলামের ভাই সাইদুল ইসলাম ৯ জনকে আসামী করে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর কয়েকজন জামিনে মুক্তি পেলেও মাসুক মিয়া সহ কয়েকজন আসামী আত্মগোপনে ছিলেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গতরাতে লস্করপুর এলাকায় র্যাব পুলিশের যৌথ অভিযানে মাসুক মিয়াকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।