নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় নিহত মহসিন মিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মহসিন মিয়ার কবর জিয়ারত করেন তিনি। পরে তিনি নিহতের স্বজনদের সাথে কথা বলে শান্তনা দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মরহুম মহসিন মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন- হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের মানুষ ডাকাতি দেখতে চায় না। মানুষ পরিবার নিয়ে শান্তি নিয়ে বাড়িতে বসবাস করতে চায়। মহসিন মিয়া বিএনপি পরিবারের লোক ছিলেন। তিনি ডাকাতের কবলে পড়ে মারা গেছেন। দ্রুত প্রকৃত ডাকাতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তিনি।
প্রসঙ্গত, রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে শায়েস্তাগঞ্জ উপজেলা খেলার মাঠের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতদের হামলায় মহসিন মিয়া আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের মৃত হাজী আব্দুর রহিম মাস্টারের বড় ছেলে ও উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক।