স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিশ্চিত না হলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী এখনই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জের চারটি আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে অঞ্চল বৈঠকে সিলেট বিভাগের চারটি জেলার প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
হবিগঞ্জ জেলার চারটি আসনে জামায়াতের প্রার্থীরা হলেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জামায়াতে ইসলামি সিলেট মহানগরের সেক্রেটারি ও ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মোঃ শাহজাহান আলী, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী ঢাকার হাতিরঝিল থানা শাখার আমীর ও হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শেখ জিল্লুর রহমান আজমী, হবিগঞ্জ-৩ (সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান।