![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2025/02/004-2.jpg)
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ‘নোয়াপাড়া ইউনিয়ন ডে-নাইট ভলিবল টুর্নামেন্ট-২০২৫ সিজন-১’ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সৈয়দ সঈদ উদ্দীন হাই স্কুল এন্ড কলেজ মাঠে ডে-নাইট ভলিবল টুর্নামেন্ট এর উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম।
ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আজমিরীগঞ্জ সদর হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ রিয়াদুল হাসান হারুন। আমন্ত্রিত অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সহিদ মিয়া, শ্যামলী রাণী দেব ও সাফিয়া খাতুন।
৮টি দল নিয়ে নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলায় বিজয় টিম ২-১ সেটে জুলাই ৩৬ টিমকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়।
নোয়াপাড়া ইউনিয়ন ডে-নাইট ভলিবল টুর্নামেন্টের অন্যান্য টিমগুলো হলো- অমর একুশে টিম, স্বাধীন টিম, লাল-সবুজ টিম, মুক্তিবাহিনী টিম ও মুক্তিযোদ্ধা টিম।
৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে নোয়াপাড়া ইউনিয়ন ডে-নাইট টুর্নামেন্ট-২০১৫ সিজন-১ এর পরিচালনায় রয়েছেন সাইফুল তালুকদার, রুবেল মিয়া, হাবিবুর রহমান, তানভীর আহমেদ ও বিল্লাল মিয়া।