যদি লক্ষ্য থাকে অটুট
বাদল রায়
সফল হতে চায় না এমন লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আমরা সবাই কম বেশী সফলতা চাই। কিন্তু সফল হতে হলে আমাকে সফল মানুষের সাথে চলাফেরা করতে হবে। আপনি যদি নিয়মিত ১০ জন সফল মানুষের সাথে চলাফেরা করেন তবে আপনি একদিন না একদিন ১১ তম সফল মানুষ হবেন তা আমি নিশ্চিত করে বলতে পারি। যারা ব্যর্থ হয়েছেন বা ব্যর্থ হচ্ছেন তাদের ব্যর্থতার কারণ খুঁজলেই সফলতার গোপন সূত্রের সন্ধান পাবেন।
সূর্যোদয়ে জেগে উঠুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এ দিন আজি কোন ঘরে গো খুলে দিলো দ্বার, আজি প্রাতে সূর্য্য উঠা সফল হলো কার? সূর্য্য প্রতিদিন সম্ভাবনাময় আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করে। আপনিও জেগে উঠুন নতুন সম্ভাবনায়। গতকাল ইতিহাস, আজকের দিনটি নিয়ে ভাবুন, আগামী দিন নিয়ে স্বপ্ন দেখুন। সফল মানুষ সকাল থেকে দিনটি শুরু করেন। সকালেই পুরো দিনের পরিকল্পনা করেন। মনে রাখতে হবে, সূর্য্য দেখার আনন্দ ঘুমের আরাম একসাথে হয় না। জীবনে এগিয়ে যেতে হলে ঘুমের আরামকে বাদ দিতে হবে।
যদি লক্ষ্য থাকে অটুট
সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দিনটি শুরু করুন। কাজে সফল হওয়ার জন্য লক্ষ্য হতে হবে SMART তার মানে Specific সুনির্দিষ্ট, Measurable পরিমাপযোগ্য, Achiveable অর্জনযোগ্য, Relavant প্রাসঙ্গিক, Timebound সময়নির্দিষ্ট। আমি অনেক টাকা ইনকাম করবো-এ কথা না বলে বলুন কতো সময়ে, কীভাবে আপনি কত টাকা ইনকাম করবেন। আমি সফল হবোই- এ কথা না বলে বলুন আপনার শিক্ষাজীবন, কর্মজীবন ব্যাক্তিজীবনে কত সময়ে, কি কি সফলতা অর্জন করতে চান। চিন্তা, মনোভাব, কথা ও কাজে স্মার্টনীতি মেনে চললে আপনার সফলতা কেউ দমিয়ে রাখতে পারবে না। বাধা বিঘœ চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন “সারাদিন চলার পথে যদি কোন বাধার সম্মুখীন না হন তবে ভাববেন আপনি ভুল পথে হাটছেন। তাই আপনি যদি আপনার লক্ষ্যে অবিচল থাকেন তবে লক্ষ্যে আপনি পৌছবেনই। শত মাইল পাড়ি দিতে হলে আপনাকে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে।
বিশ্বাস হৃদয়ে
যেকোন কাজ শুরু করার আগে কাজটি যত কঠিনই হোক হৃদয়ে বিশ্বাস রাখতে হবে কাজটি আমি পারবো। আমার দ্বারা কাজটি করা সম্ভব। কাজ শুরুতে হ্যা বলুন, কাজ সম্পাদনের জন্য বেড়িয়ে পড়–ন, কাজটি করে দেখিয়ে দেন। যে কাজ আপনি শুরু করেননি সে কাজটি সব সময় অসম্ভব মনেই হয়। অসম্ভব থেকে অ বাদ দিতে পারলেই সব কাজই আপনার দ্বারা সম্ভব হবে। অনেকেই কাজ শুরু করার আগেই অজুহাত খুজি। কাজটি কেন করা সম্ভব নয় তার ব্যাখ্যা শুরু করি। অজুহাত দেয়ার অভ্যাস থেকে বেড়িয়ে আসতে হবে। অসফল লোকেরা কাজ করার সময় কাজের মধ্যে সম্ভাবনা খুজে বের করেন। আর অনেকেই কাজ শুরুর আগেই সমস্যাকে বড় করে দেখেন। সম্ভাবনা না সমস্যা কোনটি দেখবেন এ সিদ্ধান্ত আপনার।
ভয়কে জয় করুন
কোন কাজ করতে গেলে আমরা অনেকেই ভয় পাই। পাছে লোকে কিছু বলে, ব্যর্থতার ভয়, প্রত্যাখানের ভয়, অসফলতার ভয় করেন। এ ধরনের ভয় আমাদের ভাল কাজ করার ক্ষমতাকে নষ্ট করে দেয়। এসব ভয়কে জয় করতে হলে আপনাকে নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে, ঝুকি নিতে হবে, বেশি বেশি করে চ্যালেঞ্জিং কাজ করতে হবে, ব্যর্থতা থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে এগিয়ে যেতে হবে, কথায় নয় কাজে বিশ্বাসী হতে হবে। তা করতে পারলেই আপনার আত্মবিশ্বাস ও দৃঢ়প্রত্যয় এর কারনে আপনার ভয় কেটে যাবে। সফলতা আপনার হাতের মুঠোয় ধরা দেবে। বিশ্বাস করতে হবে চিত্ত যেথা ভয়শুন্য উচ্চ তথা শির”। এ পি জে আবুল কালাম বলেছেন, FEAR মানে 1.Forget Everything and Run 2. Face Everything and Rise. The Choice is yours.
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com