মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা-বাগানের স্মৃতিসৌধের সামনে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙ্গে ফেলা হয়েছে। শুক্রবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা এটি ভেঙ্গে ফেলে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের পর পরই সারা দেশের ন্যায় মাধবপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ফুঁসে উঠে। বৃহস্পতিবার হাতুড়ি দিয়ে ভাংচুর করা হলেও তা পুরোপুরি ভাঙ্গা যায়নি। শুক্রবার সকালে আবার বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হ্যামার, শাবল দিয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল পুরোপুরি ভেঙ্গে ফেলে এবং শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক তারেক বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পরিবারের অশুভ চিহ্ন বাংলার মাটি থেকে মুছে ফেলা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com